মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবালকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯অক্টোবর) দুপুর ১২ টার দিকে গার্ড অব অনার প্রদান করা হয় । সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ১০ টায় বরিশাল আইনজীবী সমিতিতে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টায় এসএম ইকবালের মৃতদেহ শেষ বিদায়ের জন্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হলে সেখানে প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর ২ টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক অঙ্গনে।তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার বিকেলে বরিশাল শের- ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি।এসএম ইকবাল বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর, বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ছিলেন।