ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

Spread the love

মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া মোল্লার মোড় মহাসড়কে বাস চাপায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় বাস চাপায় দুর্ঘটনা নিহত হন পার্শ্ববর্তী সালথা উপজেলার নাইম শেখ (২২),পিতা- মোঃ সাহেদ আলী মোল্লা, গ্রাম- চরবল্লভদী,পোঃ বল্লভদী, উপজেলা- সালথা,জেলা- ফরিদপুর নামক এক ব্যক্তি নিহত হন।
জানা যায় একটি অজ্ঞাতনামা বাস ঢাকা থেকে খুলনা দিকে যাওয়ার সময় নাঈম কে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ভাংগা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ১১:৪০ মিনিটের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়।নগরকান্দা থানা পুলিশ পরবর্তীতে লাশের সুরতহাল রিপোর্ট /ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রেরণ করেন। উল্লেখ্য যে, সড়ক দুর্ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *