ফরিদপুরের সদরপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার

Spread the love

মিজানুর রহমান
নগরকান্দা – সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার পেঁয়াজখালীতে এক গৃহবধূর লাশ টয়লেটের ট্যাংকি থেকে উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। নিহত মেয়েটি পেঁয়াজখালী বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের বড় মেয়ে রঙ্গ বলে জানা যায়। পারিবারিক সূত্র জানায় নিহত রঙ্গ এর স্বামী আবুল ওরফে হাবু তার শাশুড়ী হাসিনা বেগমকে ৫ শত টাকা দিয়ে তার ছেলেকে স্কুলে দিয়ে আসার অযুহাত দিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। হাসিনা বেগম স্কুল থেকে ফিরে এসে মেয়ের খোঁজ নিতে গেলে তাকে না পেয়ে সন্দেহ হয়। অনেক খোঁজাখুজি করার পর রবিবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পেছনে টয়লেটের ট্যাংকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর সদরপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহত রঙ্গ এর এক আত্মীয় জানান ৭-৮ বছর আগে আবুল ওরফে হাবুর সাথে নিহত রঙ্গ এর বিয়ে হয়। তাদের ঘরে ১টি ছেলে ও ১টি মেয়ে আছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনও কোন মামলা দায়ের করা হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *