মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক খামারির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত নজরুল ইসলাম(৪৫) উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মৃত মোজাহার মাতুব্বরের ছেলে। সে ৪ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দরগা গট্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল মাতুব্বর পেশায় একজন গোখামারী। প্রতিদিনের ন্যায় তিনি সালথা বাজারে দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক হতে আশা কুষ্টিয়া -ট ১১-১১২৬ নম্বর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই আরোহীর মৃত্যু হয়। এসময় ঘটনা স্থল থেকে ট্রাক রেখে ট্রাক চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।