মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় দেশি-বিদেশি ব্র্যান্ডের ১৭ বোতল মদ ও তিন বস্তা মদের খালি বোতল সহ এক যুবতীকে আটক করেছে সালথা থানা পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে সালথা থানা পুলিশের একটি বিষেশ টিম উপজেলার কামাইদিয়া এলাকা কে এই মদ ও মোঃ রুবিয়া(৩২) নামের যুবতীকে আটক করা হয়। আটককৃত রুবিয়া স্থানীয় মোঃ নুর উদ্দিন মোল্যার কন্যা।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এএসআই লিয়াকত হোসেন, এসআই মো: সুমন খান এবং এসআই আব্দুল বাছেদ সহ পুলিশের একটি বিশেষ টিম সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের মো: নুরউদ্দিন মোল্যার বাড়ি থেকে দেশীয় ও বিদেশি ব্র্যান্ডের ১৭ বোতল মদ ও তিন বস্তা মদের খালি বোতল উদ্ধার সহ এক যুবতীকে আটক করা হয়। যুবতী এবং তার স্বামী পিতার বাড়িতে থেকে গোপনে মাদক ব্যাবসা করে আসছিল। উপরোক্ত ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।