লাখাই উপজেলা প্রতিনিধি
নিখোঁজ এর দুইদিন পরে কলেজ ছাত্র মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
মাহমুদুল ইসলাম বিশাল নাসিরনগর উপজেলার ৭ নং ইউনিয়নের ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের পুত্র।
নির্ভরযোগ্য তথ্য সূত্রে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টার সময় ফান্দাউক বাজারে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হন ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের অনার্স পড়ুয়া প্রথম বর্ষের ছাত্র বিশাল নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
অবশেষে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ৯৯৯ এ ফোনের তথ্য পেয়ে লাখাই থানা পুলিশের এসআই প্রণয় দাশের নেতৃত্ব পুলিশ উল্লেখিত এলাকায় যান, অপরদিকে নাসির নগর থান পুলিশের একটি টিম সেখানে এসে পৌঁছে।
পরে ফান্দাউকের বলবদ্র নদীতে ভেসে ওঠা অবস্থায় মাহমুদ ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশসহ এলাকাবাসী।
মরদেহ উদ্ধার করে বাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে বলে যানা যায়।