ঢাকাSunday , 15 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

দেশ চ্যানেল
October 15, 2023 3:04 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,
টাঙ্গাইল প্রতিনিধিঃ

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্বিচারে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার( ১৫ অক্টোবর)  বিকালে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ডা: নজরুল ইসলামের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাতানি হুগড়া বাজার থেকে বের হয়ে নরসিংহপুর সেতুতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সভাপতিত্বে ও হুগড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মুছা খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম, হুগড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের্র ইউপি সদস্য মো. মজনু মিয়া,নরসিংহপুুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিনিতে নারী ও শিশুসহ নির্বিচারে মারা হচ্ছে এবং বর্বরোচিত হামলা চালানো হচ্ছে তা বৈশ্বিক মানবিক অবক্ষয়। ফিলিস্তিনের নীরহ মানুষদের হত্যা বন্ধের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, জেরুজালেম হলো সারা বিশে^র মুসলমানদের পবিত্র স্থান। এটি রক্ষায় সারা বিশে^র মুসলমানদের এক হওয়ার আহবান জানান।
বিক্ষোভ মিছিলে সহ শতাধিক স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়। এসময় তারা দুনিয়ার মুসলিম এক হও-ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান শ্লোগানে মিছিলটি মুখরিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST