সমর রঞ্জন বড়ুয়া আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ।
বান্দরবানের আলীকদম উপজেলায় মারপিট,গর্ভপাত ঘটানো,শ্লীলতাহানি ও অপরাধজনক ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে ফৌজদারী মামলার দায়ে জাতীয়করণকৃত স্কুল দো’ছড়ি পারাও ম্রো পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক চাহ্লাথোয়াই মার্মাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ সোমবার (১০জুলাই) বেলা ৩ টায় বান্দরবান জেলার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক নাজমুল হোসাইন এ আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন অভিযুক্তের আইনজীবী অ্যাডভোকেট মোঃ শামসুল হক।
কারাগারে পাঠানো চাহ্লাথোয়াই মার্মা আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাজার( মার্মা) পাড়া এলাকার মৃত উচামং মার্মার ছেলে।
কোর্ট পরিদর্শক পুলিশ সুত্রে জানা যায়, চাহ্লাথোয়াই মার্মা বিরুদ্ধে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক গর্ভবতী মহিলার উপর শারিরীক নির্যাতনের ফলে পেটে নবজাতক গর্ভপাত ঘটানো,মারপিটে জখম,শ্লীলতাহানি, চুরি ও ভয়ভীতি প্রদর্শন করা সহ সুনির্দিষ্ট অভিযোগ থাকায় জেলার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতের বিচারক নাজমুল হোসাইন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।