ঢাকাThursday , 7 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পৌনে ৫ লাখ শিশুকে এবার খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসল

দেশ চ্যানেল
December 7, 2023 3:12 am
Link Copied!

মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি

আগামী ১২ ডিসেম্বর বগুড়া জেলার ১০৯ টি ইউনিয়নে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিক দের অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরেন বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম।

৪ লাখ ৮৩ হাজার ২১১ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে বগুড়ায় । এরমধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ৫৬ হাজার ৬৭০ জনকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৪ লাখ ২৬ হাজার ৫৪১ জন।

উক্ত সভায় সিভিল সার্জন আরো বলেন, বগুড়া জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিয়ে কেউ যেনো বিভ্রান্ত না ছড়ায় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ভিটামিন খাওয়াতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। বরং শিশুটি আরো সুস্থ থাকবে।

এবার জেলায় ১০৯ টি ইউনিয়নের ৩২৭টি ওয়ার্ডে ২ হাজার ৬১৬ টি অস্থায়ী কেন্দ্রে ও স্থায়ী ১১টি কেন্দ্রের টিকা খাওয়ানো হবে। এছাড়া জেলার ৪টি পৌরসভার ৩০টি ওয়ার্ডের ২৪০টি কেন্দ্রে ৪৮০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সকল স্বেচ্ছাসেবী কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলায় মোট স্বেচ্ছাসেবী রয়েছেন প্রায় ১০ হাজার।
উক্ত ক্যাম্পেইন টি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক শাহী, ডা. মাশহুরুল আলম জাকি সহ অন্যান্যরা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST