ঢাকাWednesday , 9 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার দুপচাঁচিয়ায় ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

দেশ চ্যানেল
August 9, 2023 10:45 pm
Link Copied!

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় ১৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ৯ আগষ্ট দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয় এবং একই রাতে ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫৬)। আমজাদ হোসেন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মৃত কোরবান আলী ছেলে। বীরকেদার গ্রাম থেকেই তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে , পাঁচ বছর আগে ভুক্তভোগী মেয়েটির মায়ের সঙ্গে আমজাদ হোসেনের বিয়ে হয়। ভুক্তভোগীর মা আমজাদের দ্বিতীয় স্ত্রী। আমজাদ মাঝে মধ্যে দুপচাঁচিয়া উপজেলায় এসে তাদের বাড়িতে থাকতেন। আমজাদের স্ত্রী পেশায় ভিক্ষুক। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন। ১৯ বছরের ওই মেয়েটি মায়ের সঙ্গেই বসবাস করতেন। বছর খানেক আগে কাহালু উপজেলায় মেয়েটির বিয়ে হয়। তবে স্বামীর সঙ্গে বনিবনাত না হওয়ায় দুই মাস আগে মেয়েটি মায়ের বাড়ি চলে আসেন। সেখানে গত ৩০ জুন সকালে তাকে ধর্ষণ করেন তার সৎ বাবা আমজাদ। ধর্ষণের কথা কাউকে জানালে মেয়েটিকে হত্যার হুমকি দেয় আমজাদ।

এরপর থেকে আমজাদ তাদের বাড়িতে এলেই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। গত ১৫ জুলাই মেয়েটি তার মাকে সবকিছু জানালে আমজাদকে পরিবারিক ভাবে শাসন করে এসব কাজ থেকে বিরত থাকতে বলা হয়। তারপরেও গত ৭ আগস্ট সকালে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে আবারও ধর্ষণের চেষ্টা করে আমজাদ। মেয়েটি কৌশলে ঘর থেকে বের হয়ে তার মামার বাড়িতে চলে যান। মামাকে নিয়ে পুনরায় বাড়িতে এলে ততক্ষণে তার সৎ বাবা পালিয়ে গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমজাদ কে গ্রেফতার করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST