মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুঁড়াহার গ্রামের রাস্তার পাশে পাইঁকুড় গাছ ও ৪টি আম গাছ কর্তনের অভিযোগ উঠেছে এবং ব্যবস্থা নেওয়ার দাবি এলাকা বাসীর।
সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাইয়ের পুকুর হাটের পাশ্বে কুঁড়াহার রাস্তার সরকারি পাইকুড় গাছটি কে বা কারা উপরে পুকুরের ভিতরে ফেলে অন্যদিকে কুঁড়াহার মন্ডলপাড়া মসজিদের পাশে থাকা ১টি পাইকুড় গাছ ও ৩টি আম গাছ কর্তন করা হয়েছে ।
এ বিষয়ে জমির মালিক বলেন, গাছ গুলো আমার নিজস্ব জায়গায় রয়েছে। তাই প্রয়োজনের ক্ষেত্রে গাছ গুলো কাটা হয়েছে। এ বিষয়ে আটমুল ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি জানেন এবং জায়গাটি পরিমাপ করে দেখেন ও রাস্তার জায়গার সিমানা নিধারিত করে দিয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে আটমুল ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম রেজা বলেন, বিষয় টি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি । তিনি বলেন সরকারি সার্ভেহার দিয়ে মাপযোগ করে আবারো দেখা হবে।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।