আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুরে আ.লীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১০ মে)সকালে উপজেলা শাহ- বন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামস্থ নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার দুবলাগাড়ী গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে সামছুল হক(৫৩),ছামছুল হকের ছেলে শাহীন ইসলাম(২৫),আবুল কালাম আজাদের ছেলে নাহিদ ইসলাম(২৫)।গ্রেফতারকৃতরা সবাই স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এই তথ্য নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডে জরিত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বিএনপির দলীয় সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলার ঘটনায় গত ২ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। আর বাকি দুইজন ঔই হামলায় অংশ নিয়েছিলো বলে তদন্তে পাওয়া যায়।তাই তাদের ধরতে পুলিশ তৎপর ছিলো।একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পরে আদালতের মাধ্যমে গতকাল বিকালই বগুড়ায় জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।