আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলা মিডিয়া ইউনিটের উদ্যোগে ইউনিটের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে উক্ত উপজেলা মিডিয়া ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক ইমামূল মিল্লাত এর সঞ্চালনায় ও সভাপতি সাংবাদিক ইফতেখার আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর -ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান।
প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোঃ মোজাহিদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন ফুলবাড়ী হামিদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ মানছুরুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা মিডিয়া ইউনিটের উপদেষ্টা প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম।উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আইয়ুব আলী ও সাংবাদিক মোঃ আব্দুল আলীম।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মিডিয়া ইউনিটের সাংবাদিকদের ও স্কুল অফ জার্নালিজমের শিক্ষার্থীদের সাংবাদিকতার উপর সমসাময়িক নানা বিষয়ে হাতে কলমে শিক্ষা দেয়া হয়।