ঢাকাFriday , 4 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে কথিত ‘মিনি জাফলংয়ে’ গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু।

দেশ চ্যানেল
April 4, 2025 8:04 am
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাদাত ইকবাল বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার বাসিন্দা। সে আরডিএ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মো. ইকবাল হোসেন আরডিএ কলেজের শিক্ষক। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

সাদাতের নানা মোখলেসুর রহমান জানান, ‘ঈদের মধ্যে সাদাত আমার বাড়ি সুত্রাপুরে বেড়াতে আসে। আজ সকালে অন্য শিশুদের সাথে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে যায়। এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং নদীর স্রোতের সাথে ভেসে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ সাদাতের মামা শাহিনুল ইসলাম নাইস জানান, সাদাত সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনা ঘটে। সে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং স্রোতের সাথে নদীর গভীরে গিয়ে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা দ্রুত ঘটনাস্থলে টিম যায় এবং শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, কিন্তু ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST