ঢাকাFriday , 18 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার।

দেশ চ্যানেল
April 18, 2025 4:24 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেরপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। ধুনট মোড় সংলগ্ন আল-আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মোঃ গোলাম মোস্তফা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি শেরপুর উপজেলার সালফা (পূর্বপাড়া) গ্রামের মৃত আকবর আলীর ছেলে। অভিযানে তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৭৫ গ্রাম। অপরদিকে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে শেরপুর পৌর এলাকার রামচন্দ্রপুর পাড়ায় অভিযান চালিয়ে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সিটি ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর থেকে বিষ্ণু কুমার তরফদার ওরফে নান্টু (৩৭) এবং শ্রী প্রীতম রায় (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। বিষ্ণু ঘোষপাড়া এলাকার মৃত অচ্যুত তরফদারের ছেলে এবং তার বিরুদ্ধে ১১টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অপরদিকে প্রীতম রায় কর্মকার পাড়ার শ্রী পরিমল রায় পুরুর ছেলে, যার বিরুদ্ধে ২টি মাদক মামলা চলমান রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ২ গ্রাম।এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST