শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শুক্রবার (০৩ নভেম্বর) সকাল আটটায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সেইসঙ্গে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ জামাল সিরাজী, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, স.ম হাফিজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক খালেদ মোশাররফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, যুগ্ম সম্পাদক সায়েদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি প্রমূখ বক্তব্য রাখেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                