মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি –
আজ বুধবার ২৯ মে ২০২৪ ইং বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (৩য় ধাপ) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র গুলো সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বগুড়ার পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
পুলিশ সুপার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে নির্বাচন একটি উৎসব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রতিটি ভোটকেন্দ্রেই উৎসবমুখর ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে।
আমরা আগের দু’টি ধাপের নির্বাচনের চেয়ে এবার আরো বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছি। অর্থাৎ নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। আমরা নিরাপত্তা পরিকল্পনা এমনভাবে সাজিয়েছি এখানে কেউ ইচ্ছা করলেও নির্বাচনের অনুকূল পরিবেশ তথা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না এবং কোন ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ও কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক, বগুড়া জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ/ক্রাইম এন্ড অপস্/ডিএসবি), বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল/শেরপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার(গাবতলী সার্কেল/নন্দীগ্রাম সার্কেল), জেলা আনসার কমান্ড্যান্ট সহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।