মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
গত ৩০ আগষ্ট শুক্রবার সকাল ৭ টায় রাকিব’কে তার বাড়ীর সামনে থেকে পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে আসামীরা জোর করে অটো ভ্যানযোগে শিবা কমলা নামক গ্রামে নিয়ে দেশীয় অস্ত্র দ্বারা এবং পিটিয়ে হত্যা করে।
পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে বগুড়ার কাহালু থানায় ৭ জন এজাহার নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তারই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ কামরুজ্জামান, পিপিএম, র্যাব হেডকোয়ার্টার গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিএসসি বগুড়া এবং র্যাব-৪ সিপিসি-২ সাভার এর একটি যৌথ আভিযানিক দল গত রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে নৃশংসভাবে কুপিয়ে রাকিব হত্যা মামলার এজাহার নামীয় ১ নং আসামী মোঃ আতাউর রহমান আতা (২৭), পিতা-মোঃ আঃ রাজ্জাক সোনারও পিরু, সাং-কলমা বিশা (শিবা কলমা মুসলিমপাড়া), এবং
২ নং আসামী শ্রী বিপুল চন্দ্র বর্মন (২৪), পিতা মন্টু চন্দ্র বর্মন, সাং-কলমা বিশা (শিবা কলমা দক্ষিণপাড়া), উভয়ের থানা কাহালু। ঢাকা আশুলিয়া থানার পাড়াগ্রাম এলাকা থেকে গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কাহালু থানায় সোপর্দ করা হয়।