মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি :
২০ হাজার টাকা মুক্তিপণের জন্য সংঘটিত অপহরনের ১২ ঘন্টার মধ্যে স্বপন নামের যুবককে উদ্ধার করেছে বগুড়ার গাবতলী থানা পুলিশ। একই সাথে এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মামলার এজাহারের মাধ্যমে জানা যায়, মামলার বাদি মোঃ ফুটু মিয়া প্রাং এর পুত্র স্বপন প্রাং রড মিস্ত্রির কাজ করে। ১৫-৯-২০২৩ ইং তারিখ রাত্রি অনুমান ৯ ঘটিকার সময় তার ছেলে নানার বাড়ি থেকে আসার পথে গাবতলী থানাধীন গাবতলী পৌরসভার অন্তর্গত গোড়দহ পশ্চিমপাড়া গামস্থ চুনুর বাড়ির পশ্চিম পাশে কালভার্টের সামনে ডিবি পুলিশ পরিচয়ে আসামি
১। মোঃ রেজাউল (৪৫), ২। মোঃ সাইফুল (৪৫), ৩। মোঃ জাহিদুল (২৫), ৪। মোঃ রতন (২৫), ৫। মোঃ শাওন (২০), ৬। মোঃ শহিদ (২০)
৭। মোঃ চুনু (৫২) এবং আরো অজ্ঞাতনামা ২/৩ জন মুখে গামছা বেঁধে হাত পা বেঁধে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে অপহরণকারীরা ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে ভিকটিমের বাবা বিষয়টি গাবতলী থানা পুলিশকে জানায়। উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার পর গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব নিয়াজ মেহেদী এর নির্দেশে গাবতলী থানা পুলিশ উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ওই দিন রাত্রি ১২:৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলের কালভার্টে ভিকটিম উদ্ধারসহ ১নং আসামী মোঃ রেজাউলকে আটক করে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, উপরোক্ত আসামিগণ টাকার জন্য স্বপনকে অপহরণ করেছে।
উক্ত ঘটনায় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে বগুড়ার গাবতলী থানা পুলিশ।