স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া নন্দীগ্রাম উপজেলার নুন্দহ ফাজিল মাদ্রাসার গেটের সামনে পারিবারিক কবরস্থানের জঙ্গলের মধ্যে থেকে রিপন হোসেন ওরফে লিল্টু (৫০) এর লাশ উদ্ধার।
বুধবার (৩০ সেপ্টেম্বর ) সকালে রক্তাক্ত লাশ একজন মহিলা জঙ্গল কাটার সময় দেখতে পায়। পরে ওই মহিলার চিৎকারে স্থানীয় লোকজন ঘটস্থলে ছুটে আসেন।
নিহত ব্যক্তি হলেন, শেরপুর উপজেলার তালপট্টি হাট গাড়ী গ্রামের পিতা মোঃ বদিউজ্জামানের পুত্র অটোচালক রিপন হোসেন।
প্রাথমিকভাবে জানা যায়, সোমবার দিবাগত রাতে নিহত রিপন হোসেন লিল্টু তার ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে ভারা মারার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। শেরপুর উপজেলা গাড়ীদহ বাজার থেকে ৩ জন যাত্রী নিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়।
সোমবার ভোরে যে কোনো সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কর্তৃক ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে রিপন হোসেনকে হত্যা করে রেখে যায়।