ঢাকাThursday , 26 June 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাহজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ঘুবক খুন।

দেশ চ্যানেল
June 26, 2025 9:19 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া-

বগুড়া শাজাহানপুর বেতগাড়ী ঢাকা-বগুড়া সহাসড়কের পূর্ব পার্শ্বে ফটকি ব্রীজে সংলগ্ন এলাকায় আনোয়ার হোসেন নামে ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন। নিহত ব্যক্তি হলেন, নওগাঁ জেলার মান্দা থানা দুর্গাপুর গ্রামের পিতা মোঃ খোয়াজ উদ্দিনের পুত্র আনোয়ার হোসাইন (৩১), পিতা মোঃ খোয়াজ উদ্দিন, বর্তমানে বসবাস করেন সাজাপুর আকন্দপাড়ার জনৈক জিয়াউর রহমান এর বাড়ীর ভাড়াটিয়া, শাজাহানপুর।

প্রায় ১০ বছর পূর্ব থেকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ীস্থ রেনেটা কোম্পানীতে এ্যাসিস্ট্রেন্ট ডিসটিবিউটর হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় অজ্ঞাতনামা একজন ব্যক্তির লাশ শাজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডে বেতগাড়ী গ্রামের ঢাকা বগুড়া সহাসড়কের পূর্ব পার্শ্বে ফটকি ব্রীজ এলাকায় এক ব্যক্তি পড়ে আছে এ দেখে, জনৈক ব্যক্তি ৯৯৯ এ কল করে জানায়, শাহজাহানপুর থানা পুলিশকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় ও অজ্ঞাতনামা ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উপর হয়ে পড়ে থাকতে দেখে। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশকে জানানো হয়। হাইওয়ে থানা পুলিশ সকাল সাড়ে ৫ টার সময় ঘটনাস্থলে আসে এবং তারা লাশ উলটপালট করে দেখতে পায় রোড এক্সিডেন্টে মারা যায়নি। তার শরীরের বুকের ডান স্তনের পার্শ্বে, বুকের নীচে ও ডান হাতের কুনই এবং কব্জির মাঝামাঝি স্থানে ধারালো চাকুর আঘাত দেখা যায়। ধারনা করা হচ্ছে যে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভিকটিম আনোয়ার হোসাইনকে ছুরিগাঘাতে রাতে যে কোন সময় খুন করেছে।

মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST