আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মোমিন সেখ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বড়াইদহ এলাকাস্থ নারিশ ফিড কোম্পানির সামনে ওই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকের চালক জেলার শাজাহানপুর উপজেলার করশালিক গ্রামের আব্দুল কুদ্দুস (৩৩) ও তার সহকারি (হেলপার) একই গ্রামের পারভেজ ইসলামকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিহত মোমিন সেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোদগাতি গ্রামের এশারত আলী সেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারিশ ফিড কোম্পানি থেকে মাছের খাদ্য নেওয়ার জন্য কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্টো ট-১৪-৩৬৬৭) নিয়ে আসা হয়। একপর্যায়ে প্রধান ফটকের সামনে কাভার্ডভ্যানটি ঘোরানোর সময় চাকায় পিষ্ট হয়ে শ্রমিক মোমিন সেখ গুরুতর আহত হন। পরে কোম্পানির অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেন। কিন্তু হাসপাতার নেওয়ার পথেই মারা যান তিনি।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চালক ও তার সহকারিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে গ্রেপ্তারকৃতদের সোমবার (৩০অক্টোবর) দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।’