আব্দুল গাফ্ফার
শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পুলিশি ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (০৯নভেম্বর) দুপুরে বিএনপিসহ সমমনা দলের তৃতীয় দফায় ডাকা অবরোধের শেষ দিনে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ১০০ গজ যেতে না যেতেই পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে মিছিলটি শহরের খন্দকার পাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশের চারপাশে ব্যারিকেড তৈরী করে অবস্থান করে অবস্থান করেন পুলিশ সদস্যরা। কিন্তু পুলিশি ব্যারিকেডের মধ্যেই সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
সমাবেশে ধুনট উপজেলা বিএনপির নেতা আলীমুদ্দিন হারুন, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা মাহবুবুল আলম হিরু, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, আব্দুল হাই সিদ্দীকি হেলাল, মামুনুর রশিদ আপেল, আব্দুল বারী, বদিউজ্জামান, যুবদল নেতা আশরাফুদৌলা মামুন, শাহাবুল করিম, আবু রায়হান, স্বেচ্ছাসেবকদল নেতা শাহ কাওছার আহমেদ কলিন্স, কৃষকদল নেতা আবু সাঈদ, নুরুল ইসলাম নূর, মহিলা দলনেত্রী নাছরিন আক্তার পুঁটি প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচীতে নাশকতার মূলক কর্মকান্ডে জড়িত সন্দেহে বুধবার (০৮নভেম্বর) রাতে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- শেরপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৪০) ও উপজেলার ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক আল আমিন (২৫)। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।