বগুড়া শেরপুর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

Spread the love

আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের ৭ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৪৩৫ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬জুন) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু এই বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত, উন্নয়ন অনুদানসহ অন্যান্য খাত থেকে উক্ত পরিমান টাকা সার্বিক উদ্বৃত্ত আয় ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান পিএএ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিদ হাসান লিংকন, শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু প্রমূখ বক্তব্য রাখেন।সভায় দশ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *