আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি
দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়া এর ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। শনিবার ৯ সেপ্টেম্বর সকাল ৯ টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির অডিটোরিয়াম হলরুমে ফাউন্ডেশনের মহাপরিচালক আবু সাঈদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের পরিচালক জোবায়ের আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইডি ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল্লাহ সিদ্দিকী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কামরুল হাসান উদ্যোক্তা ও চেয়ারম্যান ব্লাড কানেকশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাফি সালমান রিফাত মহাপরিচালক ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, সেখ মো: আব্দুল মান্নান সাবেক অধ্যক্ষ পল্লী উন্নয়ন একাডেমি স্কুল ও কলেজ এবং উপদেষ্টা দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়া, দেলোয়ার হোসেন মহাপরিচালক স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়া, রাসেল হোসাইন, হাবিবুর রহমান হাবিব সাবেক মহাপরিচালক দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়া। প্রধান অতিথি কার বক্তৃতায় বলেন, মেধা চরিত্র ও নৈতিকতা সমন্বয়ে ধর্মীয় মুল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা মানুষকে ভালো মানুষ করতে পারেনা। উল্লেখ্য ২০২২ সালের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় শেরপুর, ধুনট,শাজাহানপুর,গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ৬৪৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৬৫ জন ট্যালেন্টপুলে ২৫০ জন জেনারেল, প্রাতিষ্ঠানিক কোটায় ১২৬জন ও ৩৩৮ জন শুভেচ্ছা গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।