মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদারগঞ্জে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত খরকা হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল, মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম সোহেল, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন, পরে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।