মোঃ আতিকুর রহমান আজাদ,
মাদারীপুর প্রতিনিধিঃ
১৫ আগস্ট মানে রক্তঝড়া মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।
আজ তিনি দেশ চ্যানেল অনলাইন পোর্টাল এর প্রতিবেদককের মাধ্যমে এ শোক প্রকাশ করেন।
সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংঙালি,বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে ১৫ আগস্ট ভোরে কিছু বিশ্বাস ঘাতকরা তার নিজ বাসভবনে গুলি হত্যা করেন।

বিজ্ঞাপন
শুধু তাকেই নয়,সে সময় তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা, শেক কামাল,শেখ জামাল,শেখ রাসেল,পুত্র বধু সুলতানা,রোজী, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের সহ ১৬ জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করে। আমি ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি তাদের রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                