বটিয়াঘাটায় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলায় হুইপ শ্রী পঞ্চানন বিশ্বাস এমপি

Spread the love

নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় ‘শেখ হাসিনার মূলনীতি গ্ৰাম শহরের উন্নতি,আমার গ্ৰাম আমার শহর’এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় সংসদের এমপি  হুইপ পঞ্চানন বিশ্বাস  বলেছেন,

স্বাধীনতার পরে গোটা দেশের গ্রামাঞ্চল ও শহরে যে প্রভূত উন্নয়ন সাধন হয়েছে তা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে।বর্তমান সরকারকে শক্তিশালীকরনের লক্ষ্যে জনগনের সম্পৃক্ততার মাধ্যমে গ্রাম ও শহরাঞ্চলে একের পর এক উন্নয়ন ঘটিয়ে বিশ্ব দরবারে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ১৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে‌ ও যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপি “স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার র‍্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাস, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ জুলফিকার আলী,হিসাব রক্ষন অফিসার মোঃ ইসমাইল হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির,মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সমবায় কর্মকর্তা জান্নাতুন-নেছা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী, সহকারী সমাজ সেবা কর্মকর্তা সত্যজিত দাশ,ইউপি চেয়ারম্যান যথাক্রমে আসাবুবুর রহমান আসাব,পল্লব বিশ্বাস রিটু,বিধান রায়,আসলাম হালদার,ইউপি সচিব যথাক্রমে মোঃ আবুল কালাম আজাদ, শশাংক রায়, চিরঞ্জীব রায়, রাজিবুল ইসলাম, ফাল্গুনী হোসেন,উদ্যাক্তা শিউলি বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মচারীবৃন্দ ।

প্রধান অতিথি এ সময় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *