নিত্যানন্দ মহালদার ববটিয়াঘাটা উপজেলা প্রতিনিধীঃ
আজ দুপুর দুইটায় বটিয়াঘাটা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস ২৩ উপলক্ষে, রেলি শেষে, বটিয়াঘাটা হাসপাতাল অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
,রেলি ও আলোচনা সভা আয়োজন করেন, রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়।
বটিয়াঘাটা হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে
আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অভিজিৎ মল্লিকের সঞ্চালনায়,
আলোচনা সভা হয়, উক্ত আলোচনা সভায় ডাক্তার অভিজিৎ বৈদ্য হেপাটাইটিসের উপর বিষাদ ভাবে আলোচনা করেন, উক্ত আলোচনাসভায় বটিয়াঘাটা হাসপাতালের সকল ডাক্তার বৃন্দ ও সকল নার্সেরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।