বটিয়াঘাটা হাটবাড়ি গ্রামের ফ্লাসিং গেটের বাঁধ অবমুক্ত

Spread the love

 নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি খুলনাঃ

বটিয়াঘাটা উপজেলার হাটবাটি (বড়) মৌজায় প্রায় ১৪০০ বিঘা কৃষি জমি রয়েছে। এ এলাকার ৯০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এ সময় তারা জমিতে আমন ফসল ফলায়। প্রায় শত বছর পুর্ব থেকে এখানকার কৃষকদের সুবিধার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি ফ্লাসিং গেট স্থাপন করেন। এই গেট দিয়ে নদীর পানি সরাসরি কৃষি জমিতে প্রবেশ করতো। সম্প্রতি কতিপয় ভুমি ব্যাবসায়ী প্রায় শত বিঘা জমিতে বালু ভরাট করে গেটের পানি সরবরাহের পথ একেবারে বন্ধ করে দিয়েছিলো। এরই প্রতিবাদে গত ১০ জুলাই এলাকার কৃষকরা মানববন্ধন করে,

উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি

দুই নং বটিয়াঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যানকে অনুলিপি প্রদান করেন।

তারই ফলশ্রুতিতে আজ বুধবার ১১ টায় দাকোপ-বটিয়াঘাটা থেকে বার্বার নির্বাচিত সংসদ সদস্য

মহান জাতীয় সংসদের হুইপ জননেতা পঞ্চানন বিশ্বাসের একমাত্র পুত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
পল্লব বিশ্বাস( রিঠু) নিজে দাড়িয়ে থেকে পানি সরবরাহের পথের বাধ কেটে কৃষি জমিতে পানি সরবরাহের ব্যাবস্থা করে কৃষকের মুখের হাসি ফিরিয়ে দেন। পাশাপাশি জমির মালিকের সাথে কথা বলে শুকনো মৌসুমে স্থায়ীভাবে পানি সরবরাহের ব্যাবস্থা করবেন বলে আশস্থ করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানষ পাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ সরকার,কৃষক প্রতিনিধি পঞ্চানন বাছাড়, শুনীল মল্লিক, অলোক মল্লিক, পলাশ রায়, দেবনাথ মল্লিক, সঞ্জয় মল্লিক, মিলন মল্লিক, অশোক রায়, আলভী খান, প্রলাদ মল্লিক,দিপু রায় প্রমুখ।

কৃষকেরা পানি সরবরাহের সমস্যা সমাধান হওয়ায় চেয়ারম্যান পল্লব বিশ্বাস (রিঠুকে) কৃষকবান্ধব মানবিক চেয়ারম্যান আখ্যা দিয়ে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *