ঢাকাSunday , 22 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বড়ভাই এর মৃত্যুর ৩৮ দিনের মাথায় একই রোগে ছোটভাই এর মৃত্যু।

দেশ চ্যানেল
September 22, 2024 6:54 am
Link Copied!

মো: সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর মহলদার পাড়ায় বড়ভাই এর মৃত্যুর ৩৮ দিনের মাথায় ছোটভাই এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় উক্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত মোঃ মহিদুল ইসলাম (৩৪) মল্লিকপুর গ্রামের মোঃ মোজাম হোসেন ও সুন্দরী বেগম দম্পতির বড় ছেলে। শনিবার (২১সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে মহিদুল মারা যান। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এদিকে গত ১৪ আগস্ট মহিদুলের ছোট ভাই আসাদুলও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

বিজ্ঞাপন

মহিদুল এর পিতা দরিদ্র ভ্যানচালক মোজাম হোসেন বলেন কয়েকমাস পূর্বে তার ছোট ছেলে আসাদুল এর ক্যান্সার ধরা পড়ে। সেই সময় মহিদুল তার ভাইয়ের দেখাশোনা করেছিল। গরীব মানুষ তাই ধারদেনা করে চিকিৎসা করানো হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে সাহায্য তুলেও ছেলেটিকে বাঁচানো যায়নি। এর কিছুদিন পরে মহিদুলেরও ক্যান্সার ধরা পড়ে। তাকে চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। ২০ সেপ্টেম্বর ডাক্তার তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। এই অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। মাত্র ৩৮ দিনের ব্যবধানে ২ ছেলেকে হারিয়ে পরিবারের মানুষ গুলোর শোকে বিহ্বল হয়ে পড়েছে। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মল্লিকপুর খালপাড় জামে মসজিদের সামনে জানাজা শেষে মফিদুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST