ঢাকাSaturday , 2 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

বদলগাছীতে দস্যুতা চক্রের মূলহোতাসহ আটক ৩ –

দেশ চ্যানেল
November 2, 2024 1:47 pm
Link Copied!

বদলগাছী উপজেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে দস্যুতা চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শুক্রবার ১লা নভেম্বর ভোরের দিকে উপজেলার দুধকুড়ি নামক এলাকায় ইজি বাইক ছিনতাইকালে তাদের আটক করা হয়। আটককৃতরা চালক খলিলুর রহমানকে রশি দিয়ে বেঁধে ওই ইজিবাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে র‌্যাবের টহল দল তাদের আটক করে। এসময় আরও একজন পালিয়ে যায়। শনিবার ২রা নভেম্বর সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে মূলহোতা হেলাল হোসেন (৪২), একই উপজেলার নন্দাহার গ্রামের মৃত নীল চাঁদ মন্ডলের ছেলে হেলাল উদ্দিন (৪৪) এবং পাশ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতনী (তালুকদার পাড়া) এলাকার মন্টু তালুকদারের ছেলে কালাম তালুকদার (৩৬)। আর আবু হাসান (২৫) নামের এক যুবক পালিয়ে যায়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক হেলাল হোসেন নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। শুক্রবার ভোরবেলা বদলগাছী উপজেলার দুধকুড়ি নামক এলাকায় একটি ইজি বাইকে যাত্রি বেশে ওঠে তিনিসহ তার অপর সহযোগী হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান। এরপর তারা ওই ইজিবাইকের চালক খলিলুর রহমানকে ছোরার ভয় দেখিয়ে জোর পূর্বক তার ইজি বাইকটি ছিনিয়ে নেয় এবং চালককে তারা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। পরবর্তীতে চালক খলিলুরের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলের আশেপাশে চারজন দস্যুকে ঘিরে ফেলে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণ নিয়ে দস্যুতা চক্রের তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং আবু হাসান নামের একজন কৌশলে পালিয়ে যায়। তবে ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামিদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি ও চারটি ছোরাও জব্দ করা হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া দস্যুতা চক্রের আসামিকে ধরতে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সেখানে আরও বলা হয় র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এবং আগামীতেও জনগণের শান্তি ও নিরাপত্তার স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST