ঢাকাThursday , 20 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বদলগাছী মাষ্টার পাড়ার ড্রেন ও সড়কের বেহাল দশা।

    দেশ চ্যানেল
    February 20, 2025 12:25 pm
    Link Copied!

    বদলগাছী উপজেলা প্রতিনিধি: মোঃ মাহবুব আলম শাওন

    নওগাঁর বদলগাছী মাষ্টার পাড়ার ড্রেন ও সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরেই নেই পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলাকাবাসী দ্রুত সংস্কার ও পরিষ্কারের দাবি জানিয়েছেন।

    সরজমিন দেখা গেছে, সামান্য বৃষ্টি হলেই মাষ্টার পাড়া এবং আশেপাশের পাড়া গুলো তে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসী দীর্ঘ প্রায় একযুগ ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রধান কারণ ড্রেন টিকে রাস্তা হিসেবে ব্যবহার করে। রড, ইট-সিমেন্ট দিয়ে গড়া ড্রেনের স্লাব গুলো বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে এবং এলাকার ময়লা-আবর্জনায় ও মাটি ডুকে পুরো ড্রেন ভরে গেছে। সে কারণে পানি নির্গমনের পথ একেবারে বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি হয়। চলাচল করতে হয় লোকজনকে হাঁটু পানিতে। আবার  সেই নোংরা পানি ঢুকে যায় ড্রেনের পাশের বাড়িগুলোতে।

    আরো জানা যায় যে, এই ড্রেনের রাস্তা দিয়ে বদলগাছী মূল বাজার থেকে হাসপাতাল, উপজেলা অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, প্রাণীসম্পদ অফিস, ইউনিয়ন পরিষদ কাছে হওয়ায় এই ড্রেনের রাস্তা দিয়ে সাধারন জনগণ যাতায়াত করে থাকে।

    স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, এই ড্রেনের রাস্তা দিয়ে মানুষ দিনে এবং রাতে সব সময় চলাচল করে ড্রেনের বিভিন্ন জায়গা ভেঙ্গে যাওয়ার কারণে ছোট বাচ্চা, মহিলা সহ বৃদ্ধ মানুষ জন যেতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।তাছাড়া অনেকে হেটে যাওয়ার সময়ে ড্রেনের ভাঙ্গা দিয়ে পা ডুকে শরীর নোংরা এবং হাত -পা ভাঙ্গে গিয়েছে।

    পথচারী সাজেদ্দুজামান সাজু বলেন, গত দু’দিন আগে সুন্ধ্যা সময় হাসপাতালে যাওয়ার সময়ে ড্রেনের ভাঙ্গা দিয়ে আমার পা ডুকে আমার পুরো শরীর নোংরা হয়ে যায় এবং পায়ে ভীষণ ব্যাথা পাই। আমার এখনো পায়ের ব্যাথা ভালো হয়নি।

    বদলগাছী ইউনিয়নের ইউপি সদস্য আজাদ হোসেন বলেন, আমি নিজে সরজমিনে গিয়ে দেখেছি আসলেই ঐ ড্রেনের স্লাব গুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তবে খুব দ্রুতই ড্রেনের নতুন স্লাব দেওয়া হবে।

    এলাকাবাসী চান এই স্লাব গুলো এবং ড্রেনের দ্রুত সংস্কার করা হউক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST