বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু।

Spread the love

মোঃ মশিউর রহমান সুমন।

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জালাল বেপারী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দেশ চ্যানেলের অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি বছরে বরিশাল বিভাগে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫জুলাই) দুপুরে নিহতের স্বজন রঞ্জুয়ারা বেগম বলেন, জালাল বেপারী সম্পর্কে আমার তালুই হন।কয়েকদিন ধরেই প্রচন্ড জ্বর ছিলো। অনেক বমি করেছে। শরীরে কোন শক্তি ছিলোনা। ২৪ জুলাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট, মুলাদী, বাকেরগঞ্জ, বানরীপাড়া, উজিরপুর সরকারী হাসপাতালে ২৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *