মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের প্রচারিত দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক একুশের আলো পত্রিকার সম্পাদক শুভকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
সোমবার (২৪জুলাই) রাত আনুমানিক ২টায় প্রতিদিনের ন্যায় অফিসের কাজ শেষ করে বাসার ফিরছিলেন শুভ। বাসার যাওয়ার পথে বরিশালের রুপাতলী এলাকায় তার পথরোধ করে একদল সন্ত্রাসীরা। এক পর্যায়ে সন্ত্রাসীরা শুভকে কুপিয়ে জখম করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শুভর উপর সন্ত্রাসী হামলার ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের সাংবাদিকরা। এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।