মোঃ মশিউর রহমান সুমন।
ডামি নির্বাচনে ভোট বর্জন ও নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ চলাকালে পুলিশের লাঠিচার্জে কর্মসূচী পন্ড ও বিএনপির দক্ষিণ জেলা আহবায়ক ও সাবেক এমপি আবুল হোসেনসহ ৮ নেতাকর্মীকে আটকের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ১১ টায় নগরীর আশ্বিনী কুমার হলের সামনে লিফলেট বিতরণের সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এ পযার্য়ে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করে। এ সময় আশ্বিনী কুমার হল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশি টহল জোরদার রয়েছে। এসময় বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভুইয়া বলেন, বিএনপি পূর্ব ঘোষণা ছাড়াই রাস্তা দখল করে কর্মসূচী পালনে বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এ পযার্য়ে পুলিশ বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খাঁনসহ ৮ নেতাকর্মীকে আটক করতে বাধ্য হয়।