বরিশাল -৪আসনে মনোনয়ন দৌঁড়ে একধাপ এগিয়ে -ডক্টর সাম্মী আহম্মেদ।

Spread the love

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশাল- ৪ আসনে ইতিমধ্যেই নিরব প্রতিযোগিতা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়া- মহল্লায়ও চলছে কানাঘুষা।

এই আসনটি ধরে রাখতে ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অসংখ্য নেতা দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃনমূলে মাঠ ঘোছাচ্ছেন নিজেদের মতো করে।তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ডক্টর সাম্মী আহম্মেদ।

বরিশালের ৬ টি আসনের মধ্যে যে কয়টি আসন আলোচিত তার মধ্যে আওয়ামীগের জন্য টানিং পয়েন্ট হচ্ছে বরিশাল -৪ আসন।তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা আর বিশ্লেষণের কমতি নেই এই আসনটি ঘিরে।

হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট এই তিনটি থানা নিয়ে গঠিত এই আসনে ইতিমধ্যেই জমে উঠেছে মনোনয়ন যুদ্ধ।
এমনকি বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ জনসংযোগ করে অপরাপর প্রার্থীদের চেয়ে কেন তিনি যোগ্য তার প্রচারনা চালাচ্ছেন নিয়মিত।তবে পঙ্কজ দেবনাথকে ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা একাট্টা হয়ে মাঠে নেমেছেন। সেসব নেতারা গণসংযোগ না করলেও কেন্দ্রে লবিং- তদ্বির চালিয়ে যাচ্ছে। কারন পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে রয়েছে অংসখ্য অভিযোগ।

অভিযোগে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দৃর্নীতির অভিযোগ এনে বিগত কয়েকবার সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, নিজের স্বার্থ হাসিল করার জন্য পঙ্কজ দেবনাথ এলাকায় হত্যা, চোরাচালান,দলীয় বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজি, মাদক কারবারি, নৈরাজ্য এবং প্রকৃত আওয়ামীলীগ কর্মীদের মূল্যায়ন না করে নিজস্ব বলয় সৃষ্টি করে পেটোয়াবাহিনী গঠন করাসহ নানা অপকর্ম করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ নেতা দেশ চ্যানেলকে জানান, পঙ্কজ দেবনাথের খবরদারি, জুলুম, অন্যায়, অত্যাচারের কারনে এলাকায় দলের জনপ্রিয়তা এখন তলানিতে এসে ঠেকেছে।দলীয় কোন নেতাকর্মী তার বিরুদ্ধে গেলেই প্রশাসনের দ্বারা মিথ্যা মামলা দায়ের এবং সন্ত্রাসী দিয়ে হামলা চালান।তিনি আরো বলেন, পঙ্কজ দেবনাথ এক এগারোর সময় শীর্ষ দৃর্নীতিবাজ হিসেবে গ্রেফতার হন।বর্তমানে তার নির্বাচনী এলাকা বরিশাল -৪ আসনসহ রাজধানীর ধানমন্ডি, উত্তরাতে বিলাসবহুল বাড়ি, অভিজাত এলাকায় নামে বেনামে একাধিক প্লট,ফ্লাট ও গামেন্টেস রয়েছে। ভারতে তার একাধিক মার্কেট ও বাড়ি রয়েছে।

বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের পাশাপাশি মনোনয়ন দৌঁড়ে আলোচনায় উঠে এসেছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নেতা মরহুম মহিউদ্দিন আহম্মেদের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ। তবে তিনি ক্লিন ইমেজের নেত্রী হিসেবে তৃনমুল নেতাকর্মীরা সাম্মী আহম্মেদের নাম প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন।

হিজলা উপজেলা আওয়ামিলীগ সভাপতি দেশ চ্যানেলকে বলেন, আমাদের দাবি পঙ্কজ দেবনাথের এসব অপকর্ম ও দৃর্নীতির যাতে সুষ্ঠু তদন্ত করা হয়।এছাড়াও এমন দৃর্নীতি গ্রস্থ ব্যক্তিকে যাতে আগামী নির্বাচনে মনোনয়ন না দেওয়া হয় সেজন্য আমরা লিখিত অভিযোগ জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *