মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ।
রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সাহাব আহম্মেদ, হিজলা উপজেলা আওয়ামিলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দিপু, কাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আঃ জব্বার খাঁন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ জিল্লুর রহমান মিয়াসহ মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ডাঃ সাম্মী আহম্মেদ বলেন, অসাম্প্রদায়িক বরিশাল -৪ বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো।বরিশাল -৪ আসনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো এবং বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসুরী দেশরত্ন শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসেবে দলের কঠিন দুঃসময়ে ছিলাম আছি, আগামীতেও থাকবো। বর্তমানে নেত্রীর নির্দেশনা মেনে বরিশাল -৪ হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাটের সর্বস্থরের মানুষকে নিয়ে কাজ করে যাব।