মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে গতকাল (২৯ নভেম্বর) বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাজী আনিসুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমাদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ। এসময় তার সাথে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মনোনয়ন জমাদানের শেষ দিনে মনোনয়ন জমা দেন বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান ও অনলাইনে মনোনয়ন পত্র জমা প্রদান করেন আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া বিতর্কিত সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।