বাংলাগড় যুব সংগঠন কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Spread the love

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার:

”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেরে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাগড় যুব সংগঠন কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাগড় যুব সংগঠন কর্তৃক আয়োজিত ২১ জুলাই (শুক্রবার) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী বাংলাগড় দাখিল মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে এ টুর্নান্টের শুভ উদ্বোধন করেন, বাংলাগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন স্বপন,গেষ্ট অফ অর্নার হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং রাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু শরৎচন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৭ নং রাতোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোঃ তারেক আজিজ,৭ নং রাতোর ইউনিয়নের যুব সংহতির সভাপতি মোঃ আবু তাহের,রাতোর ইউনিয়ন যুবলীগের সভাপতি অধ্যাপক সোহেল রানা,রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি অধ্যাপক কাইদুল হক।

এছাড়াও রাতোর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ এরশাদ আলী,৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম,৯ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য রুবেল রানা,রাতোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী উপস্থিত ছিলেন ।

উক্ত টুর্নামেন্টের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুবসমাজ বিভিন্ন ধরনের মাদকাসক্ত। মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসন সহ বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই বর্তমান যুবসমাজকে মাদক ও জুয়া থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।

এসময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের তৃনমুল পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় উপজেলার রাজবাড়ী ফুটবল একাদশ ও হরিপুর ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করেন। খেলায় রাজবাড়ী ফুটবল একাদশ ৩-২ গোলে হরিপুর ফুটবল একাদশকে পরাজিত করে ।

জানা যায়, আগামী রবিবার বিকাল ৪ টায় বাংলাগড় দাখিল মাদ্রাসা মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *