যোগেশ ত্রিপুরা (রামগড় প্রতিনিধি) :-
চট্টগ্রাম জেলাধীন জোরারগঞ্জ থানার অন্তগর্ত রামগড় সদর দপ্তর ৪৩ ব্যাটালিয়ন বিজিবি অধীনস্থ কয়লার মূখ বিওপি এলাকায় থেকে বাংলা মদ সহ একজনকে আটক করেছে ৪৩ ব্যাটালিয়ন বিজিবি।
১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯:০০টার রামগড় সদর দপ্তর বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবির আওতায় কয়লার মূখ চেকপোস্টের কর্মরত হাবিলদার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি টহল দল কর্তৃক ১২.৫ লিটার বাংলা মদ সহ মোঃ তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে।
৪৩ ব্যাটালিয়নের থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কয়লা মূখ চেকপোস্টের সামনে পাকা রাস্তা এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি। ৪৩ ব্যাটালিয়ন বিজিবির অভিযান পরিচালনার সময় মো : তাজুল ইসলাম (৩২) কে ১২.৫লিটার বাংলা মদ ও একটি ব্যাগ সহ আটক করে। আসামি মো: তাজুল ইসলাম( ৩২) হলো পিতা মৃত মোঃ সুলতান ইসলামের ছেলে।তিনি রামগড় উপজেলা, রামগড় পৌর সভার ০৩নং ওয়ার্ডের উত্তর গর্জনতলীর বাসিন্দা। আসামিকে বাংলা মদ সহ পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি জোন সদর দপ্তরের লেঃ কর্নেল মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সাইমুম জানা -সীমান্তে কোন অবৈধ জিনিস প্রবেশ করার সুযোগ নেই। অবৈধ্য মালামাল পারাপারের জন্য কাউকে সুযোগ দেয়া হবে না বলে জানান ৪৩ ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তরে লে:কর্ণেল।তাই চেকপোস্ট গুলো কঠোরভাবে নজরধারী করা হয়েছে এবং সীমান্ত রক্ষার্থে যে কোন ধরনের কার্যক্রম মোকাবেলা করতে প্রস্তুত আছে বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি।