ঢাকাTuesday , 19 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে কৃষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ।

দেশ চ্যানেল
August 19, 2025 2:37 pm
Link Copied!

হাফিজুর রহমান বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. নজরুল মাতব্বর (৫৪) নামের এক কৃষকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ আপন ভাইদের বিরুদ্ধে।

বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নজরুল মাতব্বরকে উদ্ধার করে থানা হেফাজকে রেখেছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে কর্পূরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কর্পূরকাঠি গ্রামের মৃত সিদ্দিক মাতব্বরের ৪ ছেলে। এর মধ্যে নজরুল মাতব্বর বড়। সমান ভাগে জমি ভাগ করে ৪ ভাই চাষাবাদ করছে পৈতৃক জমি। কিন্তু জমি নিয়ে অন্য পক্ষের সঙ্গে বিরোধ থাকায় আদালতে মামলা চলমান।

ঘটনার দিন মঙ্গলবার সকালে নজরুল জমিতে চাষাবাদ করতে গেলে তার মা জয়নব বিবি জমি ভাগ করে চাষাবাদ করতে নিষেধ করলে নজরুল মা জয়নব বিবিকে উপর ক্ষুদ্ধ হয়ে মারধর করেন। এ খবর পেয়ে ছোট ভাই, আবু তাহের, মাইনুল ইসলাম ও মোজ্জাম্মেল নজরুলকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। গাছে বাঁধা দৃশ্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাউফল থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে মা জয়নব বিবি বলেন, নজরুল জোর করে তিন ছেলের ভাগের জমি চাষ করে আমি নিষেধ করলে বড় ছেলে নজরুল আমাকে মারধর করে।

ছোট ভাই আবু তাহের জানায়, বড় ভাই নজরুলকে গাছে বেঁধে কেউ নির্যাতন করেননি। কৌশলে গাছের সঙ্গে নিজকে বেঁধে আমাদের ফাঁসাতে চায়। এ ঘটনার বড় সাক্ষি মা।

ছোট ভাইদের অভিযোগ, মামলায় বড় ভাই নজরুল মাতব্বর কোন খরচ বহন করেন না।

মাকে মারার অভিযোগ অস্বিকার করে বড় ভাই নজরুল বলেন, আমার অংশের জমি চাষ করতে গেলে আবু তাহের, মাইনুল, মোজাম্মেল তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, কৃষক নজরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলামের অপর ভাইদের ও মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার বিস্তারিত জেনে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST