পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ১২শ ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আঃ সালাম হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।
আটক সালাম বাউফল পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।
বাউফল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানে সালামের ঘর থেকে ১২শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, এর আগেও তাকে একাধিকবার মাদকসহ আটক করা হয়েছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গাঁজাসহ আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।