হাফিজুর রহমান বাউফল প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধারের পর ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) দুপুর দুইটায় বাউফল থানার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, সোমবার ভোরে বাউফল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি ও অপহরণের জড়িত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ(২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ, বাকিরা হলেন বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা(২০), মো. বাবুল প্যাদার ছেলে মো. জহির প্যাদা(২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী(২২)।
এসময় অপহরন এবং ডাকাতির কাজে ব্যাবহৃত, দেশিও অস্ত্র-সস্ত্র সহ লুন্ঠিত ১৩৫৬৮০ টাকা জব্দ করার তথ্যও জানানো হয়েছে।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। এই অপহরনের ঘটনায় আমরা প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি যাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, মামলার তদন্ত অফিসার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিকের ব্যবসা প্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভান্ডারে’ রাত সোয়া ১০ টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। অপহরণের প্রায় ৫২ ঘন্টা পর সোমবার রাত ১ টার দিকে তাকে নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের একটি স্থান থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                