পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩০মে) সকাল ১১টায় বাউফল পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে এর আয়োজন করা হয়।
পৌর যুবদলের আহবায়ক অলিউল ইসলাম খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ , পৌর যুবদলের সদস্য সচিব মামুন খান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুমাত্রিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরবর্তীতে বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা রহমাতুল্লাহ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।