মশিউর মিলন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রী’র এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে অসহায় ভূমিহীনদের মাঝে (৪র্থ ধাপে) গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ আগষ্ট) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
৪র্থ ধাপে উপজেলার ১শত ৫০টি পরিবার গৃহ বরাদ্ধ পেয়েছেন। এ পর্যন্ত মোট ৭শত ৪১টি পরিবারের মধ্যে এ সুবিধা দেয়া হয়েছে। তবে আরও ১১৩টি ঘর নির্মাধীণ রয়েছে। বাউফল উপজেলায় মোট ৮৫৪টি পরিবার পর্যায়ক্রমে গৃহ বরাদ্ধ পাবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামসুল আলম মিয়া প্রমুখ।