মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (২১আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় বাউফল কুন্ডপট্টি রোডস্থ পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি (একাংশ) জসিম উদ্দিন ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল।
এসময়ে প্রধান আতিথি মো. জিয়াউল হক জুয়েল ২১ আগস্টের ঘটনায় জড়িত বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ এ ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের ফাঁসির দাবী জানিয়ে বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে সন্ত্রাসীরা শান্ত হয়নি। তারা ২১ আগস্ট নারকীয় তান্ডব চালিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে। সেদিন সেই গ্রেনেড হামলায় আমাদের ২৪ জন নেতা-কর্মী নিহত হয়, আহত হয় অসংখ্য মানুষ। শুধু তাই নয় একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে এই সন্ত্রাসীরা। মহান আল্লাহ বাঙ্গালী জাতির ভাগ্য পরিবর্তনের রূপকার শেখ হাসিনাকে সবসময় হেফাজত করেছেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য এস এম ইউসুফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম কুমার গাঙ্গুলী প্রমুখ।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল নেতা কর্মীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                