মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির ডাকুয়াকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার মকিমাবাদ বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মকিমাবাদ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বেশ কিছুদিন ধরে মকিমাবাদ মেডি নার্সিং ও প্রতিভা একাডেমিক কেয়ার কোচিং সেন্টারে চাঁদা দাবি করে আসছিল চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাকির ডাকুয়ার নেতৃত্বে তার আপন ভাই সাহেব ডাকুয়া, দেলোয়ার ডাকুয়া, আমির আলি ডাকুয়া এবং তার ভাইয়ের ছেলেরা আনুমানিক ২০-২৫ জন কোচিং সেন্টারে ঢুকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে ওই কোচিং সেন্টারের শিক্ষিকা নীলিমা আক্তার গুরুতর আহত হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত মামলায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। বিক্ষোভকারীরা অনতিবিলম্বে মামলার প্রধান আসামি জাকির ডাকুয়াকে গ্রেপ্তারের দাবী জানান।