ঢাকাMonday , 18 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ৩টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২লক্ষ টাকা জরিমানা।

দেশ চ্যানেল
August 18, 2025 1:00 pm
Link Copied!

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার, ১৮ই আগস্ট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান সম্পন্ন হয়।

অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিদর্শন করে দেখা যায়, সেখানে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, স্বাস্থ্যকর্মী এবং দক্ষ জনবল অনুপস্থিত।এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সেবা প্রদানের মান যাচাই করা হয়। এ সময় একাধিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি ধরা পড়ে।

অভিযানের ফলস্বরূপ, গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে ৫০ হাজার টাকা, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং জাহানারা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার একটি টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি দল, স্যানিটারি ইন্সপেক্টরসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, “সঠিক নিয়ম মেনে ক্লিনিক পরিচালনা না করলে ভবিষ্যতে পুনরায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST