ঢাকাFriday , 18 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাগআঁচড়ায় পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে।

দেশ চ্যানেল
July 18, 2025 11:31 am
Link Copied!

ইব্রাহিম খলিল, যশোর প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যশোরের বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল পরিবহন ও মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বাগআঁচড়া হাইস্কুল মাঠে নির্বাচনী কেন্দ্র স্থাপন করে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়নের ১৭টি পদে। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ (দুই পদ) ২ জন, সাংগঠনিক সম্পাদক ৪ জন, সমাজকল্যাণ সম্পাদক ২ জন, সাংস্কৃতিক সম্পাদক ২ জন, ক্রীড়া সম্পাদক ২ জন, দপ্তর সম্পাদক ২ জন, প্রচার সম্পাদক ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,২২৬ জন। প্রতিটি বুথে গড়ে ১০০ জন করে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন সুষ্ঠু করতে নিয়োজিত রয়েছেন ১৭ জন প্রিজাইডিং অফিসার, ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক ও ৩৫ জন পুলিশ সদস্য। পাশাপাশি শ্রম অধিদপ্তরের কর্মকর্তারাও নির্বাচন পর্যবেক্ষণে মাঠে রয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন বলেন, “নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।”

নির্বাচন কেন্দ্রের সামনে সকাল থেকেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। ব্যানার, ফেস্টুন, নির্বাচনী মার্কা ও স্লোগানে মুখর পুরো বাগআঁচড়া এলাকা।

স্থানীয় একজন শ্রমিক মো. মনিরুল ইসলাম বলেন, “এই নির্বাচন শ্রমিকদের ভাগ্য গঠনের নির্বাচন। আমরা যার ওপর বিশ্বাস করি, তাকেই ভোট দিচ্ছি। এখানে কোনো ঝামেলা নেই, আনন্দ-উৎসবের মধ্য দিয়েই ভোট দিচ্ছি।”

এদিকে নির্বাচন উপলক্ষে গোটা এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কর্মসংস্থান ও শ্রমিক অধিকার রক্ষায় যারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন, তাদের হাতেই নেতৃত্ব তুলে দিতে চায় ইউনিয়নের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST